ভ্যালেন্টাইন ডে-তে মুক্তি পাচ্ছে পরিচালক বিক্রিমজিৎ সিংহের ছবি 'রয়'। আর এ প্রেম সপ্তাহের প্রেম যমুনায় প্রেমিক-প্রেমিকাদের ভাসাতে নাকি একেবারে উপযুক্ত ছবি 'রয়' এমটাই দাবি করলেন এই ছবির নায়িকা জ্যাকলিন। জানা গেছে, আগামী ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে অর্জুন রামপাল, রণবীর কাপুর ও জ্যাকুলিন ফার্নান্ডেজ অভিনীত ছবি 'রয়'। আর ভ্যালেন্টাইন সপ্তাহে ছবির মুক্তি নিয়ে উচ্ছ্বসিত ছবির নায়িকা।
সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীলঙ্কার এ সুন্দরী জানিয়েছেন, ভ্যালেন্টাইন ডে-এর জন্য এ ছবিটি একেবারে উপযুক্ত। যদিও 'রয়' মূলত একটি সাসপেন্সে ভরপুর মুভি, কিন্তু তাহলেও ছবিটিতে সুন্দর রোমান্টিক একটা প্রেমের গল্প আছে। 'রয়' মূলত একটি ত্রিকোণ প্রেমের গল্প। এ ছবিটিতে জ্যাকলিন দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। কিন্তু এ প্রেম দিবসে এই বলিউড সুন্দরী কি করছেন তা জানতে চাওয়া হলে তিনি জানান, ভ্যালেন্টাইন ডে'র জন্য আমার কোনো রোম্যান্টিক প্ল্যান নেই। এ দিন আমি 'রয়'-এর প্রিমিয়ারে ব্যস্ত থাকব।