বলিউডে খোলামেলা ও সাহসী দৃশ্যে বরাবরই স্বাচ্ছন্দ অনুভব করেন মল্লিকা শেরওয়াত ও সানি লিওন। হট দৃশ্যে মল্লিকার চেয়ে সানি বোধয় একটু বেশিই যান। তা সত্ত্বেও সানি নাকি মল্লিকার চেয়ে পিছিয়ে এমনটাই মনে করছেন 'ডার্টি পলিটিক্স'খ্যাত অভিনেত্রী মল্লিকা। তিনি সানির চেয়ে বড় তারকা বলে মল্লিকা এক সাক্ষাৎকারে জানিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার
‘ডার্টি পলিটিক্স’ মুভির কল্যাণে ফের আলোচনায় মল্লিকা। অন্যদিকে ‘এক পেহেলি লীলা’র ট্রেলার মুক্তি পাওয়ায় সানিও আলোচনার কেন্দ্রবিন্দুতে। এ প্রসঙ্গে মল্লিকা বলেন, 'আমি মনে করি না যে সানি আমার চেয়ে বড় কোনো স্টার।' তিনি বলেন, 'ভারতে প্রত্যেক অভিনেত্রীর জন্যই নিজস্ব একটা জায়গা আছে। আর প্রত্যেকেই তার নিজের জায়গায় অদ্বিতীয়।'
‘মার্ডার’ খ্যাত এ অভিনেত্রী বলেন, ‘এক পেহেলি লীলা’র ট্রেলার মুক্তি পাওয়ায় সানির জনপ্রিয়তা অনেক বেশি বাড়ছে। কিন্তু এখন পর্যন্ত সে ২ টি গ্ল্যাম ডল জিততে পারেনি।'
উল্লেখ্য, কেসি বোকাডিয়ার পরিচালনায় ‘ডার্টি পলিটিক্স’এ ওম পুরী ছাড়াও অভিনয় করেছেন নাসিরউদ্দিন শাহ, অনুপম খের, জ্যাকি শ্রফ, আশুতোষ রানা ও রাজপাল যাদব। মুভিটি আগামী মার্চে মুক্তি পাবে।
বিডি-প্রতিদিন/ ১৮ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ