যাত্রা শুরু করল আশিকুর রহমান পরিচালিত তৃতীয় চলচ্চিত্র ‘মুসাফির’। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করর্পোরেশন (বিএফডিসি) এর জহির রায়হান ভিআইপি ফ্লোরে এর শুভ মহরত অনুষ্ঠিত হয়।
মহরত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি আক্তার হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, পারচেপচুয়াল দেবাশীষ বিশ্বাস, আরিফিন শুভ, নবাগতা মারজান জেনিফা, টাইগার রবিসহ চলচ্চিত্রাঙ্গনের অন্যান্য কলাকুশলী ও গণমাধ্যম কর্মীরা।
অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, চলচ্চিত্র মন্দার এমন সময়ে আশিকুর রহমানের মত ট্যালেন্ট নির্মাতা যে ছবি তৈরির জন্য এগিয়ে এসেছেন সেজন্য আমি তাকে সাধুবাদ জানাই এবং তার ছবির সার্বিক মঙ্গল কামনা করি। নির্মাতা আশিকুর রহমান বলেন, আমাদের দেশে সচরাচর কমেডি মুভি কম নির্মিত হয়। আর মুসাফির যেহেতু ছবির নাম সেহেতু ভ্রমণের দৃশ্য, সেই সাথে প্রেম, কমেডি, অ্যাকশন সব মিলিয়ে ভিন্ন ধাঁচের একাটা বিনোদনের প্যাকেজ নিয়ে নির্মিত হবে মুসাফির ছবি। আশা করি দর্শকরা এ ছবি দেখে হতাশ হবেন না।
‘মুসাফির’ এর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করছেন আশিকুর রহমান। অভিনয় করছেন আরিফিন শুভ, মারজান জেনিফা, রুবেল, টাইগার রবি, রাজ শিমুল খান, সিন্ডি রোলিং প্রমুখ। চলতি মাসের ২৩ তারিখ থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন লোকেশানে ‘মুসাফির’ ছবির দৃশ্যধারণ শুরু হবে।
বিডি-প্রতিদিন/২১ মার্চ ২০১৫/ এস আহমেদ