'হেরা ফেরি’, 'ফির হেরা ফেরি'র পর এবার আসছে 'হেরা ফেরি থ্রি'। তবে এর সিক্যুয়েলের তারকা-তালিকায় বেশ কিছু রদবদল হয়েছে। 'হেরা ফেরি’ এবং 'ফির হেরা ফেরি'তে পরেশ রাওয়াল, অক্ষয় কুমার এবং সুনীল শেঠির কাণ্ডকারখানা দর্শকদের বেশ মাতিয়েছিল। 'হেরা ফেরি থ্রি'র কাস্টলিস্টে রদবদল হওয়ায় থাকছেন না অক্ষয় কুমার। পরিবর্তে দেখা যাবে অভিষেক বচ্চন ও জন আব্রাহামকে।
প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা ও পরিচালক নীরজ ভোরা মুভিটির জন্য ইরফান খানকে নিচ্ছিলেন। এর জন্য ইরফান অডিও-ভিজ্যুয়াল টেস্টও দেন। শেষ পর্যন্ত ইরফানের ডেট নিয়ে সমস্যা দেখা দেওয়ায় পিছিয়ে যান তিনি। ইরফানের বদলে নেওয়া হচ্ছে কে কে মেননকে। এজন্য 'হেরা ফেরি থ্রি'র চিত্রনাট্যেও বেশ কিছু রদবদল করতে হচ্ছে নীরজকে।
আপাতত সিরিয়াস চরিত্রটির সংলাপে বেশ কিছু মজার উপকরণও যোগ করছেন তিনি। কে কে মেনন অভিনয় করছেন বলেই নীরজের এই সিদ্ধান্ত।
বিডি-প্রতিদিন/২২ মার্চ ২০১৫/শরীফ