নৃত্যশিল্পী থেকে মডেলিং, মডেলিং থেকে বিশেষ নাটক। সেই স্রোতধারায় এবার দেখা যাবে ধারাবাহিক নাটকে। যার কথা বলছি তিনি আর কেউ নন— সাবিলা নূর। মূলত গ্রামীণফোনের বিজ্ঞাপন দিয়েই আলোচনায় আসেন এই তারকা। এরই মাঝে বেশ কয়েকটি বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করেছেন। দেখিয়েছেন দক্ষতার ছাপ। এবার পা দিতে যাচ্ছেন ধারাবাহিক নাটকে। একটি নয় দুটি নয় তিন তিনটি ধারাবাহিকে একসঙ্গে কাজ করছেন এই টিনএজ অভিনেত্রী।
ইমরুল রাফাতের পরিচালনায়- ‘কলিং বেল’, মাবরুর রশিদ বান্নার ‘হাউস নং # ৪৪’ এবং বিশ্বজিত্ দত্ত এবং অতনু আদিত্যের ‘অভিনয়’ ধারাবাহিকে দেখা যাবে তাকে। এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে সাবিলা বলেন, বিশেষ কিছু নাটকে অভিনয় করলেও এখন পর্যন্ত ধারাবাহিকে অভিনয় করিনি। এবার সেই ইচ্ছাটিও পূরণ হচ্ছে। আশা করি দর্শকরাও আমাকে ভালোভাবে গ্রহণ করবে।
এছাড়া আগামী ১ এপ্রিল থেকে একটি বিস্কুট কোম্পানীর বিজ্ঞাপনের শুটিং শুরু হবে বলে জানান সাবিলা।