কাল সোমবার থেকে ফের শুটিংয়ে ফিরছেন পরীমণি। গত সপ্তাহে গাজিপুরের হোতাপাড়ায় ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে অভিনয় করতে গিয়ে কনুইয়ে আঘাত পান এই অভিনেত্রী। সেই দিনই শুটিং বন্ধ করে তিনি বাড়ি ফেরেন। শরণাপন্ন হন চিকিৎসকের। করান কয়েকটি এক্স-রে। সপ্তাহখানেক বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসক। এ কারণে শুটিং ইউনিট থেকে এ কয়েকটা দিন তিনি দূরে ছিলেন।
বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, এখন অনেকটাই সুস্থ। সোমবার থেকে শুটিংয়ে যোগ দেব। তবে \'আমার প্রেম আমার প্রিয়া\' ছবিতে নয়, ব্যস্ত হয়ে উঠব ‘পুড়ে যায় মন’ ছবি নিয়ে। কাল শুটিং হবে পূবাইলে। এছাড়া এই ছবির দুটি গান এখনও বাকি রয়েছে। এগুলোর শুটিং করতে দিনাজপুরের স্বপ্নপুরিতেও যেতে পারি। আর সেখান থেকে ঢাকায় ফিরলে শুরু হবে ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবির শুটিং। বলতে পারেন ব্যস্ততার রাজ্যে আবার হারিয়ে যাব।
জানা গেছে, গত বছরের এপ্রিলে শুটিং শুরু হয়েছিল \'পুড়ে যায় মন\' ছবিটির। অপূর্ব-রানা পরিচালিত এ ছবিটির শুটিং হয় সাভার ও উত্তরার কয়েকটি লোকেশনে। কথা ছিল গত বছরের সেপ্টেম্বরের আগেই ছবিটির চিত্রায়ন শেষ হবে। কিন্তু কলাকুশলীদের সিডিউলের কারণে ছবিটির চিত্রায়ন এখনও শেষ হয়নি। সেই ধারাবাহিকতায় এ সপ্তাহে ফের শুরু হতে যাচ্ছে ছবিটির চিত্রায়ন।