বিখ্যাত লেখক ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের ট্রাজেডি নাটক ‘রোমিও জুলিয়েট’ অনুকরণে হলিউডে নতুন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে সনি পিকচার্স।
মানুষের জনপ্রিয় এই নাটকের কাহিনী নিয়ে এর আগেও বহু নাটক ও চলচ্চিত্র তৈরি হয়েছে। কিন্তু তারপরও এ প্রেম কাহিনীর জনপ্রিয়তা দিন দিন কমছে না। সেদিনটায় মাথায় রেখে ‘রোমিও জুলিয়েট’ এর গল্পের অনুকরণে হলিউডের তৈরি হতে চলেছে আরও একটি সিনেমা। বর্তমানে এই ছবিটির চিত্রনাট্য লিখছেন নীল উইডিনার ও গোভিন জেমস।
এবারের চলচ্চিত্রে ইতালির বিবাদমান দুই মাফিয়া পরিবারের ছেলে-মেয়ের প্রেমের সম্পর্ককে হাইলাইট করা এই সিনেমাটির নাম ‘ভেরোনা’। রোমিও জুলিয়েটের যে শহরে বাস করতেন তার নাম ভেরোনা। চলচ্চিত্রটি প্রযোজনা করবেন জোও রুথ।
বিডি-প্রতিনিধি/২২ মার্চ, ২০১৫/মাহবুব