ভিন্নধর্মী গান লিখে আলোতে এসেছেন ইশতিয়াক আহমদ। এবার এই গীতিকবির কথায় প্রকাশ হয়েছে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম। 'যাত্রা অচিনপুর' শিরোনামের অ্যালবামটির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন নবীন শিল্পী রুবেল। মেলোডি এবং স্যাড রোমান্টিক ধাঁচের গানগুলো নিয়েই এই অ্যালবামটি সাজানো হয়েছে। এটি রুবেলের দ্বিতীয় একক। অ্যালবামের গানগুলো হলো- 'হয় না সাহস তোর চোখে চোখ', 'দূরে চলে যাস তুই, ছায়া বরাবর', 'তুমি কেমন যেন হয়ে গেছ, অন্য মানুষ কোনো', 'তুমি যে উতলা নদী, আমি তার পাড়', 'সবুজের রং, লাল খামে পাঠালাম' এবং 'যতদূর যাবি আমাকে ছেড়ে, আমি ছুঁয়ে যাব প্রেমে'। দুটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। সুমন কল্যাণ, লুৎফর হাসান, বেলাল খান, তানভীর তারেক ও রুবেল একটি করে। এ ছাড়া অভিজিৎ জিতু করেছেন তিনটি গানের সুর সংগীত। দুটি দ্বৈত গানে সহশিল্পী ছিলেন কোনাল ও শশী।
ইশতিয়াক বলেন, 'নিজের মতো করে কিছু গান লিখেছি। সুর, সংগীত এবং কণ্ঠ মিলে বেশ ভালোই হয়েছে গানগুলো। সবাইকে শোনার আমন্ত্রণ।'