দীর্ঘ সময় ধরে নতুন নতুন প্রেমিক যুগল উপহার দিয়ে আসছে ভারতীয় ক্রিকেটাঙ্গন ও বলিউড পাড়া। এই উপহারের মধ্যে হরভজন সিং ও গীতা বসরা, বিরাট কোহলি ও আনুশকা শর্মার যুগলের কথা উল্লেখযোগ্য। উল্লেখ করার মতো সুরেশ রায়না ও শ্রুতি হাসানের নজর এড়িয়ে আড্ডা দেওয়ার গুঞ্জনও। সে তালিকায় এবার যুক্ত হলেন ড্যাশিং ব্যাটসম্যান যুবরাজ সিং ও গজনী-খ্যাত হার্টথ্রব নায়িকা অসিন। স্থানীয় সংবাদ মাধ্যম যুবরাজ ও অসিনের সমপ্রতি ধারণ করা হাস্যোজ্জ্বল কিছু ছবি প্রকাশ করে বলছে, নগরে কি তবে যুবরাজ ও অসিন নতুন যুগল আসছে? সংবাদ মাধ্যমের খবরে আসছে, মূলত একটি সুন্দরী প্রতিযোগিতায় বিচারকের আসনে বসার সুবাদেই ঘনিষ্ঠ হতে শুরু করেন ক্যান্সারজয়ী যুবরাজ ও অসিন। এখন ওই প্রতিযোগিতার বাইরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে দুজন যোগ দিচ্ছেন একসঙ্গে। সেসব অনুষ্ঠানে যুবরাজ ও অসিনকে বেশ উচ্ছ্বসিত হয়ে আলাপ করতে দেখা যায়। ঘনিষ্ঠ সেসব ছবি টুইটার-ইন্সটাগ্রামসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, দুজন এতটাই ঘনিষ্ঠ হয়েছেন যে, যুবরাজ অসিনকে নতুন নাম 'অ্যাসাসিন' বলেও ডাকছেন।