প্রখ্যাত অভিনয় শিল্পী রানী সরকার, সাত্তার, কাঙালীনি সুফিয়া ও বনশ্রীকে নিয়ে জি এম সৈকত 'শিল্পী' নামে একটি একক নাটক নির্মাণ করছেন। প্রকৃতি টেলিমিডিয়ার প্রযোজনায় নাটকটির শুটিং শুরু হয়েছে সাতক্ষীরার বিভিন্ন লোকেশনে। নাটকটিতে আরও অভিনয় করছেন তানভির, স্নেহা, লেমন, দোলন প্রমুখ।
নির্মাতা সৈকত বলেন, একজন নাট্যনির্মাতা হিসেবে আমার নাটকের মধ্য দিয়ে অসহায় শিল্পীদের দুর্বিষহ জীবনচিত্র তুলে ধরতে চাই। যাতে কোনো অসুস্থ, অসহায় শিল্পীকে যেন আর মানুষের কাছে সাহায্যের জন্য হাত বাড়াতে না হয়। অসুস্থ, অসহায় শিল্পীদের পাশে যদি শিল্পীরাই দাঁড়ান তাহলে অসহায় শিল্পী বলে আর কেউ থাকার কথা নয়।