অাঁখি আলমগীরের 'শ্যাম পিরিতি', 'বোকা মন' ও 'জোর কা ঝাটকা' গানের ভিডিওগুলো সাম্প্রতিক সময়ে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। তাই এই কণ্ঠশিল্পী পরিকল্পনা করেছেন পুরো একটি ভিডিও অ্যালবাম তৈরির। যেখানে পুরনোর সঙ্গে যুক্ত হবে তার নতুন গানের ভিডিও। অাঁখি বলেন, এ পর্যন্ত আমার অনেকগুলো গানের ভিডিও প্রকাশ পেয়েছে। সর্বশেষ একক অ্যালবাম 'বোকা মন'র চারটি গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ করেছি। এবার এগুলো নিয়ে একটি ভিডিও অ্যালবাম তৈরি করব। আশা করছি, দুই-তিন মাসের মধ্যেই এর কাজ শেষ হবে।' জানালেন, ভিডিও অ্যালবামের জন্য 'পরবাসী মেঘ' নামের একটি গানের রেকর্ডিং করেছেন তিনি। এর সুর-সংগীত করেছেন জেকে। তবে অাঁখি আলমগীরের ১৮তম একক 'বোকা মন' থেকেই বেশি গান থাকছে নতুন অ্যালবামটিতে।