ছোটপর্দার অভিনেতা সাব্বির আহমেদ আসছেন তার প্রথম চলচ্চিত্র নিয়ে। তার অভিনীত 'হরিযূপীয়া' শিরোনামের ছবিটি মুক্তি পাচ্ছে ২৭ মার্চ। তার বিপরীতে নায়িকা হয়েছেন বীথি রানী সরকার। ছবিটি পরিচালনা করেছেন গোলাম মোস্তফা শিমুল। সাব্বির আহমেদ বলেন, 'ছোটপর্দায় কাজের বাইরে সব সময় বড়পর্দায় কাজের ইচ্ছা ছিল। সুযোগটা করে দেন গোলাম মোস্তফা শিমুল। তার কাছে আমি কৃতজ্ঞ। এ ছবিতে প্রেমের বাইরে অনেক এক্সপ্রেশন দিয়ে কাজ করতে হয়েছে। আমি দর্শকদের রেসপন্স দেখার অপেক্ষা করছি। আশা করি, দর্শকরা ছবিটি পছন্দ করবেন।'