ছেলেদের মতো মেয়েরাও হতাশায় ভোগে। এক সময় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও সেই হতাশার সময় পার করেছেন। তবে সেই নিঃশব্দ হতাশার সঙ্গে কীভাবে তিনি লড়াই করেছেন, তা জানালেন। এক অনুষ্ঠানে দীপিকার মা উজালা পাড়ুকোন, দীপিকার কাউন্সিলর আন্না, ডাক্তার শায়াম ভাটসহ উপস্থিত হন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এনডিটিভির বারকা দত্ত। দীপিকা জানান, আমার লোভ, আমার চাওয়াগুলো অন্য মেয়ে থেকে একটু ভিন্ন বলে মনে করি। এখানে হতাশাটা আমার বাড়ে। কারণ কোনো কিছুর সঙ্গে আমার মনস্তাত্ত্বিক চাওয়াগুলো মিলে না। এ জন্য একটা হতাশা তৈরি হয়। এ জন্য হতাশার সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয় আমাকে।