ববি খান পরিচালিত মুভি 'এক পাহেলি লীলা'র জন্য সানি লিওনির অভিনয়ের প্রশংসা করেছেন স্বয়ং পরিচালক নিজেই। সানি যে চরিত্রে অভিনয় করছেন তার জন্য এই অভিনেত্রীই তার একমাত্র পছন্দ ছিল বলে জানিয়েছেন ববি খান। এক সাক্ষাতের এসব কথা বলেন ববি।
পরিচালক ববি খান বলেন, 'মুভিটির জন্য আমার স্ক্রিপ্টটি হচ্ছে ১২ বছরের সাধনা। এটা আমার জন্য একটি বিশেষ মুভি। তবে সানিই হচ্ছেন একমাত্র লীলা। এই মুভির জন্য তিনিই ছিলেন আমার একমাত্র পছন্দ। এর মূল চরিত্রে তিনি অনবদ্য অভিনয়ের পরিচয় দিয়েছেন।'
ববি আরো বলেন, 'বলিউডে আসার আগে সানি লিওনি ছিলেন জনপ্রিয় ইন্দো-কানাডিয়ান পর্নস্টার। মূলত নিজেকে পরিবর্তনের জন্য তিনি এগিয়ে যাচ্ছেন। আমি মনে করি, তিনি এক পাহেলি লীলা'য় অভিনয়ের জন্য নিজেকে সর্ম্পূর্ণভাবে পরিবর্তন করতে পেরেছেন। এজন্য তাকে কঠোর পরিশ্রমও করতে হয়েছে।'
ইতোমধ্যে মুভিটির সর্বশেষ গান গ্লামারিয়াস অ্যাঙ্কারিয়ান বের হয়েছে। এছাড়া মুভিটির ট্রেলারসহ বেশ কিছু গানও ইউটিউবে ঝড় তুলেছে। আগামী এপ্রিলে সানি অভিনীত এই মুভিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/২৩ মার্চ ২০১৫/শরীফ