অভিনেত্রী এবং ব্যবসায়ী শিল্পা শেঠির বিরুদ্ধে ৯ কোটি রুপির প্রতারণার মামলা করেছে কলকাতার একটি কোম্পানি। শিল্পার কোম্পানি এসেনশিয়াল স্পোর্টস অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে এই মামলা করেছে এম কে মিডিয়া প্রাইভেট লিমিটেড।
তাদের অভিযোগ, ৯ কোটি রুপি বিনিয়োগ করলে দুই বছরে প্রতিশ্রুত লাভের মুখ দেখেনি ওই কোম্পানি।
পুলিশের ডেপুটি কমিনার মুরলি ধর জানান, শিল্পা এবং তার কোম্পানির বিরুদ্ধে প্রতারণা, হুমকি এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। ৯ কোটি রুপির বিনিময়ে দুই বছরে ৩০ লাখ রুপি পাওয়ার কথা ছিল কোম্পানিটির। কিন্তু শেষ পর্যন্ত তা ভুয়া প্রমাণিত হয়।
কলকাতার কোম্পানিটি প্রথমে একটি দেওয়ানি মামলা করে। পরবর্তীতে শিল্পার কোম্পানির বিরুদ্ধে জালিয়াতির মামলা করা হয়।
বিডি-প্রতিদিন/২৩ মার্চ ২০১৫/ এস আহমেদ