প্রেম-বিয়ে নিয়ে ঢের গুঞ্জন হয়ে গেছে। অবশেষে বিয়ের পিডিতে বসতে যাচ্ছেন 'কাঙ্খিত ব্যাচেলর' বলিউড অভিনেতা শহীদ কাপুর। এতদিন বিভিন্ন জনের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত গুঞ্জনই থেকেছে। এবার আর গুঞ্জন নয়, সত্যি সত্যি বিয়ে করছেন শহীদ।
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, শ্রদ্ধা কাপুর- এমন অনেকের সঙ্গেই প্রেমের কথা শোনা গেছে শহীদ কাপুরের। সর্বশেষ চলতি বছরের ১৪ জানুয়ারিতে শোনা যায় বিয়ের বাগদান শেষ করেছেন ‘হায়দার’ খ্যাত এ তারকা। কিন্তু বাগদানের বিষয়টিও অস্বীকার করেছিলেন শহীদ। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের দিল্লির মেয়ে মিরা রাজপুতকে বিয়ে করছেন এ অভিনেতা। মিরা ইংরেজিতে সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে রাধা সাওমি সাতসাঙ্গ বেয়াস নামক এক ধর্মীয় উৎসবে পরিচয় হয় শহীদ এবং মিরার।
এদিকে শহীদ কাপুর বেশ কিছুদিন আগে বলেছিলেন, চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত নয় এমন কাউকে বিয়ে করতে চান তিনি। এতে বাইরের জীবন সম্পর্কে জানতে পারবেন তিনি। তাহলে কি অবশেষে শহীদ পেয়ে গেলেন তার স্বপ্নের রাজকন্যাকে? এখন শুধু দেখার পালা সত্যিই শহীদের ব্যাচেলর জীবনের অবসান ঘটছে নাকি এটাও গুঞ্জন বলে উড়িয়ে দেন হালের এ নায়ক।
বিডি-প্রতিদিন/২৩ মার্চ ২০১৫/ এস আহমেদ