ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন অভিনেত্রী জয়া আহসান। এখনও তার হাতে পশ্চিমবঙ্গের তিনটি চলচ্চিত্র রয়েছে। অনেকেই বলছেন জয়া নাকি নিজেকে কলকাতার অভিনেত্রী ভাবা শুরু করেছেন।
সম্প্রতি ভারতীয় গণমাধ্য টাইমস অব ইন্ডিয়াকে দেয়া জয়ার বক্তব্য যেন তাই প্রমাণ করছে। কারণ তিনি জানিয়েছেন, বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে জয়া ভারতকেই সমর্থন করবেন। তার প্রিয় দল ভারত। তিনি ওই গণমাধ্যমকে বলেন, "আমি খুশি হতাম বাংলাদেশ জিতলে। তবে হেরে যাওয়ায় ভেঙে পড়িনি। বাংলাদেশ দল নতুন হওয়ার পরও ভালো খেলেছে নিউজিল্যান্ড এবং ভারতের মতো দলের সঙ্গে।"
জয়া আরও জানান, ক্রিকেট বিশ্বকাপের চূড়ান্ত খেলাটি তিনি মাঠে বসেই দেখবেন। এরই মাঝে তার টিকেট কাটা হয়ে গেছে। এখন শুধু ভিসা হাতে পাওয়ার অপেক্ষা।
প্রসঙ্গত, ১৯ মার্চ ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ারদের পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের ভূমিকা নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন বাংলাদেশের তারকারাও। কিন্তু জয়া আহসানের এমন সমর্থনে হতাশ হয়েছেন অনেকেই।
অন্যদিকে বোদ্ধারা বলছেন, ভারতকে সমর্থন দেয়া একান্তই জয়ার ব্যক্তিগত ব্যাপার। তারপরও সময়ের স্রোত ও ভক্তদের মানসিকতা বোঝা উচিত তার। জয়ার মতো তারকার অন্তত এই জ্ঞানটুকু থাকা উচিত।
বিডি-প্রতিদিন/ ২৩ মার্চ, ২০১৫/ রশিদা