হলিউড তারকাদের শখের যেমন শেষ নেই, তেমনি আলোচনায় আসার মতো কর্মেরও অভাব নেই। প্রতিটা মুহূর্তেই তারা চমকে দেওয়ার মতো ঘটনার জন্ম দিয়ে আলোচনায় থাকতে পছন্দ করেন। এমনকি বীমা করার ক্ষেত্রেও তাদের হিসেব-নিকেশ বেশ আলাদা। জীবন নয়, তাদের কেউ কেউ সারা শরীর, কেউবা পা, কেউ নিতম্ব, এমনকি কেউ হাসিও বিমা করিয়ে রেখেছেন। হলিউডের বিখ্যাত কিছু তারকার বিমার নমূনা নিচে দেওয়া হল:
* হলিউডের প্রিটি ওম্যান মানেই জুলিয়া রবার্টস। তাই তার হাসির দাম মিলিয়ন ডলার হওয়াই স্বাভাবিক! মার্কিন এই অভিনেত্রী নিজের সুন্দর হাসি বিমা করে রেখেছেন ৩ কোটি ডলারে।
* মার্কিন গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ তার নিতম্ব বিমা করিয়ে রেখেছে ৩০ কোটি ডলারে।
* মার্কিন গায়িকা মারায়া ক্যারির তার পা দু’খানা বিমা করেছেন ১০ কেটি ডলারে।
* অস্ট্রেলিয়ান গায়িকা কাইলি মিনোগ তার নিতম্ব বিমা করেছেন ৫০ লাখ ডলারে।
* জার্মান মডেল হেইডি ক্লুম তার পা বিমা করেছেন ২২ লাখ এবং ১২ লাখ ডলারে।
* মার্কিন মডেল ও টিভি তারকা হলি ম্যাডিসন তার স্তন বিমা করেছেন ১০ লাখ মার্কিন ডলারে।
* জেমস বন্ড বলে কথা! ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেগ তার সারা শরীর বিমা করিয়ে রেখেছেন ৯৫ লাখ ডলারে।
* মার্কিন পপসম্রাজ্ঞী ম্যাডোনা তার স্তন বিমা করেছেন ২০ লাখ মার্কিন ডলারে।
* বারবাডোজের গায়িকা রিয়ান্না ১০ লাখ ডলারে বিমা করে রেখেছেন তার পা।
বিডি-প্রতিদিন/২৩ মার্চ ২০১৫/ এস আহমেদ