বলিউড অভিনেতা শহীদ কাপুরের লাখ লাখ নারী ভক্তের জন্য নিশ্চিতভাবেই হৃদয়ভাঙার খবর। শোনা যাচ্ছে, ইংরেজি বিষয়ে অনার্সে অধ্যয়নরত দিল্লির মেয়ে মিরা রাজপুটকেই বিয়ে করতে যাচ্ছেন শহীদ। খবর অনুযায়ী, গত ১৪ জানুয়ারিতেই তাদের আংটি বদল হয়ে গেছে। আর এই বছরের ডিসেম্বরে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন তারা। বলা যায়, বিয়ে পূর্ববর্তী সবকিছুই প্রায় চূড়ান্ত। খবর ইন্ডিয়া টুডে'র
খবরে এও বলা হয়েছে, শহীদের বাবা পঙ্কজ কাপুর মিরার বাবা-মায়ের সঙ্গে দেখা করার জন্য কয়েকদিন আগে তাদের দিল্লির ছাতারপুরের বাড়িতেও গিয়েছেন। শহীদ ও মিরার বিয়ের বিষয়ে তারা চূড়ান্ত কথাবার্তা বলেছেন।
রাধা সোয়ামি সাতসাং বিস নামে একটি ধর্মীয় সংগঠনের মাধ্যমে পরিচয় হয় শহীদ ও মিরার। শহীদ ও তার বাবা পঙ্কজ দু'জনই সংগঠনটির অনুসারী।
এদিকে, শহীদ অবশ্য মিরার সঙ্গে তার সম্পর্কের ব্যাপারে মিডিয়াকে প্রায় অন্ধকারেই রেখেছিলেন। এ ব্যাপারে নিজ থেকে কখনোই কিছু বলেননি দু'জনেই। শেষ পর্যন্ত যদিও মিডিয়ার চোখকে ফাঁকি দিতে পারলেন না। সম্পর্কের খবর শেষ পর্যন্ত ফাঁস হয়েই গেলো। তবে এ খবরের সত্য-মিথ্যা সময় হলেই পরিস্কার জানা যাবে।
উল্লেখ্য, মিরা রাজপুট দিল্লি বিশ্ববিদ্যালয়ের লেডি শ্রীরাম কলেজে ইংরেজি বিষয়ে অনার্স পড়ছেন। তিনি বর্তমানে তৃতীয় বর্ষে আছেন।
বিডি-প্রতিদিন/ ২৩ মার্চ ২০১৫/শরীফ