বাধার মুখে কারিণা কাপুরের ফ্যাশন শোয়ের স্থান পরিবর্তন করতে বাধ্য হলেন আয়োজকরা। গত রবিবার ‘ল্যাকমি ফ্যাশন উইক সামার ২০১৫’ শিরোনামের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের সময় বাধার মুখে পড়তে হয় এ অভিনেত্রীসহ অনুষ্ঠানের আমন্ত্রিতদের।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্যাশন শোটির আয়োজন করা হয়েছিল ভারতের বাইকুলায় অবস্থিত বাহু দাজি লার মিউজিয়ামে। অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল রবিবার রাতে। কিন্তু বিকেল থেকেই ‘রাজ ঠাকরে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)’ নামের একটি সংগঠনের ৪০ জনের মতো কর্মী শো-টির বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে।
এ অনুষ্ঠানের একজন আয়োজক সংবাদমাধ্যমটিকে বলেন, ‘এমএনএস সদস্যরা অনুষ্ঠানের পর্দা এবং ব্যানার ছিঁড়ে ফেলতে থাকে এবং অনুষ্ঠানটির মাধ্যমে মিউজিয়ামের উপহাস করা হচ্ছে বলে চিৎকার করে শ্লোগান দিতে থাকে।’
অনুষ্ঠানটিতে বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিত্বের পাশাপাশি কারিনা কাপুরেরও অংশগ্রহণ করার কথা। পরবর্তীতে ফ্যাশন শোয়ের স্থান পরিবর্তন করে একটি হোটেলে স্থানান্তরিত করা হয়।
বিডি-প্রতিদিন/২৩ মার্চ ২০১৫/ এস আহমেদ