নিজের প্রথম ভিডিও অ্যালবাম প্রকাশ করলেন বিগবস খ্যাত মডেল সোফিয়া হায়াত। অ্যালবামের নাম- ম্যায় লড়কি হুঁ। নগ্ন হয়ে আইস বাকেট চ্যালেঞ্জ থেকে শুরু করে হোলিতে ফটোশ্যুটের ছবি প্রকাশ- প্রচারের আলো টানতে সোফিয়ার জুড়ি মেলা ভার।
প্রকাশিত অ্যালবামে সোফিয়াকে উত্তেজক ভঙ্গিমায় দেখা গেছে। অ্যালবাম সম্পর্কে সোফিয়া টুইটারে লিখেছেন, সহজেই রুষ্ট হলে আমার ভিডিও দেখবেন না। কিছু লোকের তো ফিমেল কনটেন্টেই আপত্তি রয়েছে।
আসলে নিজের অ্যালবাম সম্পর্কে আগ্রহ বাড়াতেই ওই টুইট সোফিয়া করেছেন বলে মনে করা হচ্ছে।
ভিডিও দেখতে ক্লিক করুন:https://www.youtube.com/watch?v=MmkzXgNybBo
বিডি-প্রতিদিন/২৩ মার্চ ২০১৫/ রাসেল/এস আহমেদ