দিল্লির মীরা রাজপুতের সঙ্গে বলিউড সুপারস্টার শহীদ কাপুরের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে। আর খবর শুনে বেজায় খুশি সাবেক প্রেমিকা কারিনা কাপুর।
জানা গেছে, শাহীদ কাপুরের সঙ্গে ‘উড়তা পাঞ্জাব’ ছবির শ্যুটির শুরু করার আগে থেকেই মীরার কথা জানতেন করিনা। এক বন্ধু মারফৎ শাহীদ-মীরার বিয়ের খবর কানে গিয়েছিল বেগমের।
চলতি বছরের জানুযারি মাসেই মীরার সঙ্গে বিয়ে পাকা হয় শাহীদ কাপুরের। যদিও এ বিষয়ে এতদিন লুকোচাপা চালিয়ে গিয়েছিলেন এই হবু দম্পতি।
বিডি-প্রতিদিন/২৩, মার্চ, ২০১৫/মাহবুব