নেত্রকোনার পাটপট্টির মালনী রোডের মেয়ে অভিনেত্রী ও নাট্যকার শিল্পী সরকার অপু। সম্প্রতি শেষ করেছেন তার লেখা নতুন ধারাবাহিক নাটক 'রেগে গেলেন তো হেরে গেলেন'র কাজ। দীর্ঘ ছয় বছর পর শিল্পী সরকার অপু নতুন কোনো ধারাবাহিক নাটক লিখেছেন। এটি নির্দেশনা দিয়েছেন নরেশ ভূঁইয়া। এরই মধ্যে ১৩ পর্বের শুটিং সম্পন্ন করেছেন তিনি। শিগগিরই এটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। শিল্পী সরকার অপু বলেন, 'মনের ভালোলাগা থেকেই আসলে লেখালেখি করি। অভিনয়ে আগের চেয়ে এখন একটু নিয়মিতই বলা চলে। তাই লেখালেখির সময় খুব বেশি পাই না। তবে কিছুদিন আগে চাপ কম থাকায় নতুন ধারাবাহিকটি লিখেছি। আশা করি দর্শকের ভালো লাগবে।' অপু সর্বশেষ গত ঈদে দুটি নাটক রচনা করেছিলেন। তবে তার সব নাটকই তার স্বামী নরেশ ভূঁইয়া নির্দেশনা দিলেও এখন থেকে তিনি অন্য নির্মাতাদের স্ক্রিপ্ট দিবেন। শিল্পী সরকার অপুর প্রথম লেখা নাটক ছিল 'ভালোবাসি সুধাইওনা কারে ভালোবাসি।' এটি বিটিভিতে প্রচার হয়েছিল। এতে আভিনয় করেছিলেন আসাদুজ্জামান নূর, শম্পা রেজা, দিলারা জামান, মামুনুর রশীদ, শমী কায়সার, সিরাজুল ইসলামসহ আরও অনেকে। তিনি সর্বশেষ ছয় বছর আগে বাংলাভিশনে প্রচারিত 'শেষ অধ্যায়' ধারাবাহিক নাটকটি রচনা করেছিলেন। তবে একক নাটক ও টেলিফিল্ম তিনি নিয়মিতই লিখেন। বিটিভিতে তার লেখা প্রথম ধারাবাহিক ছিল 'খুশি'। অভিনয়ে শিল্পী সরকার অপুর অভিষেক প্রয়াত নির্মাতা আতিকুল হক চৌধুরীর নির্দেশনায় 'সুখের উপমা' নাটকে অভিনয় করে। এতে তার বিপরীতে ছিলেন আফজাল হোসেন। এটি ১৯৮৩ সালে বিটিভিতে প্রচার হয়। তার অভিনীত প্রথম ধারাবাহিক হুমায়ূন আহমেদের 'এইসব দিনরাত্রি'। তবে ক্যারিয়ারের শুরুতে তিনি শেখ রিয়াজ উদ্দিন বাদশার প্রযোজনায় 'আনোয়ারা' ধারাবাহিক নাটকে নাম ভূমিকায় অভিনয় করে ব্যাপক আলোচনায় এসেছিলেন।