পাঁচ দিনের সফর শেষে আজ বাংলাদেশ ছাড়ছেন কলকাতা ও সা রে গা মা পা'র চ্যাম্পিয়ন জনপ্রিয় কণ্ঠশিল্পী অনীক ধর। এর আগেও অনেকবার বাংলাদেশে এসেছিলেন তিনি কিন্তু মা-বাবাকে নিয়ে এবারই প্রথম তিনি ঢাকায় এলেন। ঢাকার বিভিন্ন স্থানে স্টেজ শো ছাড়া এবার একান্তই বাংলাদেশে বেড়াতে এসেছেন বলে জানান তিনি। তিনি বলেন, 'আমি কলকাতার ছেলে। আর তাই এ দেশের প্রতি আমার ভালোলাগাটা একটু অন্যরকম। এদেশে আমার অনেক বন্ধু আছে। তাদের বাড়িতে-বাড়িতে দাওয়াত খেয়েই এবার সময় কাটালাম। ইচ্ছা ছিল চট্টগ্রাম যাওয়ার কিন্তু সময়ের কারণে আর যেতে পারলাম না। তিনি আরও বলেন, 'সামনে আমি একশজন প্রতিবন্ধীকে নিয়ে একটি মিউজিক ভিডিও করব। আশা করছি কাজটি ভালো হবে। এ ছাড়া একটি ফিচার ফিল্ম বানানোর ইচ্ছে আছে সামনে।'