মুক্তিযোদ্ধা জসিমউদ্দিন। বয়স সত্তর। গ্রামের এক অবহেলিত বৃদ্ধ। এদিকে নিজের অবস্থান পাকা করার জন্য একটি পাঠাগার স্থাপনের সিদ্ধান্ত নেয় স্বাধীনতাবিরোধী এক চেয়ারম্যান। নাম দিয়েছেন জসিমউদ্দিন পাঠাগার। বিরাট আয়োজন। ঢাকার বিখ্যাত লেখক এ পাঠাগার উদ্বোধন করার জন্য আমন্ত্রিত হয়ে এসেছেন। এমনি চলতে থাকে নাটকের গল্প। এই নাটকে সত্তর বছরের মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা টুটুল চৌধুরী। 'অন্য এক শ্রাবণে' নামের এ নাটকের রচয়িতা ও পরিচালক অঞ্জন আইচ। নাটকটি প্রচার হবে ২৭ মার্চ, রাত ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে। এ ছাড়া আবু হায়াত জসীমের পরিচালনায় 'রেড এলার্ট' নামের মুক্তিযুদ্ধভিত্তিক টেলিফিল্মে মোশারফ করিমের সঙ্গে গোয়েন্দা কর্মকর্তার চরিত্রের অভিনয় করেছেন টুটুল চৌধুরী। বর্তমান ব্যস্ততার মধ্যে 'ন্যাশনাল অ্যাড অ্যান্ড টেলিফিল্মের' প্রযোজনা ধারাবাহিক নাটক 'একঝাঁক মৃত জোনাকী'তে সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন টুটুল চৌধুরী। সাজ্জাদ স্বপনের রচনা ও বিপ্লব মেহেদীর পরিচালনায় একটি ভিন্নমাত্রিক টেলিফিল্মে অভিনয় ছাড়াও পরিচালক কায়সার আহমেদ, অঞ্জন আইচ, স্বাধীন সিরাজী, জহির খান, মিজানুর রহমান লাবুর একক ও ধারাবাহিক নাটকে কাজ করছেন এ সময়ের ব্যস্ত অভিনেতা টুটুল চৌধুরী।