মুক্তি পেতে যাচ্ছে 'অবাস্তব ভালোবাসা'। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৭ এপ্রিল সারাদেশে মুক্তি পাবে মুভিটি।
'অবাস্তব ভালোবাসা' মুভিতে প্রথমবারের মতো অভিনয় করেছেন মাহিয়ান চৌধুরী। এ প্রসঙ্গে তিনি জানান, আশা করছি, রোমান্টিক অ্যাকশন ঘরানার এ মুভিটি দর্শকদের ভালো লাগবে। আমার বিশ্বাস এর মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিতে পারবো।
কাজল কুমার পরিচালিত এ মুভিতে নায়ক চরিত্রে দেখা যাবে জয় চৌধুরীকে। সঙ্গে আরও আছেন কাজী হায়াত, মিজু আহমেদ, ইলিয়াস কোবরা, রেহেনা জলি, রেবেকা শিউলি, বিপাশা কবির, তানিন, সাংকু পাঞ্চা, শাহীন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২৪ মার্চ, ২০১৫/ রশিদা