ইতোমধ্যে জেতা হয়ে গেছে ফিল্মফেয়ার পুরস্কার। এবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও নিজের রাজত্ব প্রতিষ্ঠা করেছেন কোঁকড়া চুলের অধিকারী বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। 'কুইন' মুভিতে দুর্দান্ত অভিনয়ের সুবাদে ৬২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। আর তার অভিনীত এই মুুভিটিও শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে। খবর দ্য হিন্দুর
৬২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার মাধ্যমে কঙ্গনা দ্বিতীয়বারের মতো জাতীয় পুরস্কার পাচ্ছেন। এর আগে ২০০৮ সালে 'ফ্যাশন' মুভিতে অভিনয় করে শ্রেষ্ঠ সহ-অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছিলেন।
এদিকে, কন্নড় অভিনেতা বিজয় কন্নড়িয়ান 'নানু আভানালা আভালু'তে অভিনয় করে শেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেতে যাচ্ছেন। প্রতিবেদনে বলা হয়, কঙ্গনা ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে এবারের চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে শহীদ কাপুর অভিনীত 'হায়দার' ও প্রিয়াঙ্কার চোপড়ার বায়োপিক সিনেমা 'মেরি কম'।
আগামী মাসে জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হতে পারে।
বিডি-প্রতিদিন/ ২৪ মার্চ ২০১৫/শরীফ