কিংবদন্তি অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা সিরাজুল ইসলাম আর নেই। গতকাল সকাল ৯টায় তিনি ঢাকার নিকেতনের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী সৈয়দা মারুফা ইসলাম, এক ছেলে মোবাশ্বেরুল ইসলাম, দুই মেয়ে ফাহমিদা ইসলাম ও নাহিদা ইসলামসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। হঠাৎ করেই না ফেরার দেশে চলে গেলেন সিরাজুল ইসলাম। গতকাল বাদ আসর নিকেতন জামে মসজিদে জানাজার পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। সিরাজুল ইসলামের জন্ম ১৯৩৮ সালের ১৫ মে পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। ষাটের দশকে মহীউদ্দিন পরিচালিত 'রাজা এলো শহরে' ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে সিরাজুল ইসলামের অভিষেক ঘটে। এ ছবিতে তিনি একজন প্রফেসরের চরিত্রে অভিনয় করেছিলেন। পরিচালক মহীউদ্দিনের প্রায় সব ছবিতেই তিনি অভিনয় করেছেন। প্রায় তিনশরও অধিক ছবিতে সিরাজুল ইসলাম অভিনয় করেছেন। ১৯৮৫ সালে 'চন্দ্রনাথ' ছবিতে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সিরাজুল ইসলাম। অভিনয়ের পাশাপাশি দুটি ছবি পরিচালনা করেন তিনি। এগুলো হলো জননী ও সোনার হরিণ।