২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রকাশ হচ্ছে পড়শীর নতুন গানের ভিডিও 'জয় হবেই হবে'। দেশাত্দবোধক গানের এ ভিডিওটিতে মডেল হয়েছেন পড়শী নিজে। মজার বিষয় হলো, এতে তাকে পুরোদস্তুর শাস্ত্রীয় নৃত্যশিল্পী হিসেবে পাওয়া যাবে। ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।
পড়শী বলেন, 'এটা বাংলাদেশকে নিয়ে গান। মূলত বলা যায়, দেশের উৎসবের আমেজকে ধরা হয়েছে এতে। তাই প্রকাশের জন্য বিশেষ এ দিনকে বেছে নেওয়া হয়েছে।'
'জয় হবেই হবে' গানটির সুর-সংগীত করেছেন ইমরান। তিনি বলেন, 'গানটি দেশপ্রেম নিয়ে। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের গান করি। সেই তুলনায় দেশের গান খুব একটা করা হয় না। তাই গানটি করতে পেরে ভালো লাগছে খুব।'
গানটির দৃশ্যধারণ করা হয়েছে বান্দরবান ও কjক্সবাজারসহ বিভিন্ন স্থানে। পুরো আয়োজনের সমন্বয় করেছেন স্বাক্ষর এহসান।