বড়পর্দায় এবার একসঙ্গে আসছেন নায়িকা অমৃতা ও পরীমণি। দর্শক তাদের প্রেমের খুনসুটি দেখতে পাবেন 'পাগলা দিওয়ানা' ছবিতে। ত্রিভুজ প্রেমের এই ছবিতে তাদের নায়ক নতুন মুখ শাহরিয়াজ। ওয়াজেদ আলী সুমন পরিচালিত প্রেম-পরিবার আর সংঘাতের এই ছবিটি মুক্তি পাবে ৩ এপ্রিল। এই দুই নায়িকার একটি করে ছবি মুক্তি পেয়েছে। এগুলো হলো অমৃতার 'গেইম' এবং পরীমণির 'ভালোবাসা সীমাহীন'। দুজনেরই ছবি মুক্তির সংখ্যা কম হলেও পরীমণির হাতে ছবির সংখ্যা এবং তাকে নিয়ে আলোচনা বেশি। তাই নির্মাতার প্রত্যাশা দর্শক তাদের একসঙ্গে দেখতে সিনেমা হলে ভিড় করবেন।
'পাগলা দিওয়ানা' ছবিতে আরও অভিনয় করেছেন রুবেল, আলীরাজ, রেবেকা, শিবা সানু, মিশা সওদাগর প্রমুখ।