ব্যোমকেশ-এর চুম্বন দৃশ্য নিয়ে আলোচনা এখন আকাশচুম্বী। দৃশ্যটি ধারণের দিন থেকেই এ নিয়ে শুরু হয় জল্পনা। এ বিষয়ে সবাই মুখ খুললেও চুপ ছিলেন নায়িকা স্বস্তিকা। এবার মুখ খুললেন।
স্বস্তিকা জানালেন, আচমকা ঠোঁটে চুম্বন করায় হকচকিয়ে গিয়েছিলেন সুশান্ত সিংহ। সুশান্তর ওই বিস্ময় ও বিমূঢ়তা চিত্রনাট্যের প্রয়োজন মিটিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
স্বস্তিকা বলেন, দিবাকর চেয়েছিলেন যে, সুশান্ত ওই দৃশ্যের কথা যেন আগেভাগে জানতে না পারেন। তাই এ ব্যাপারে সুশান্তকে কিছুই জানানো হয়নি। দিবাকর চেয়েছিলেন, ওই দৃশ্যের চিত্রগ্রহণ যেন একেবারে স্বাভাবিকভাবে হয়।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অনুসারে বলিউডের এই সিনেমাটি মুক্তি পাবে এপ্রিলে।