গ্ল্যামার জগৎ নিয়ে সাধারণ মানুষের কৌতুহল বরাবরই একটু বেশি। লাইট-ক্যামেরা-অ্যাকশনের রূপালি জগতের খবর জানতে কম-বেশি সকলেই মুখিয়ে থাকে। তারকাদের প্রেমের খবর, বিয়ে, সম্পর্কের টানাপোড়ন বা ভাঙন নিয়ে গুঞ্জন তো চলতেই থাকে। আর তারকাদের পারিশ্রমিক নিয়ে আলোচনা তেমন না হলেও কৌতুহল কিন্তু থেকেই যায়। তাই এক নজরে দেখে নেয়া যেতে পারে বলিউডের জনপ্রিয় নায়িকারা কে কত পারিশ্রমিক পান।
দীপিকা পাড়ুকোন: বলিউডের প্রথম সারির নায়িকাদের দীপিকার নাম উচ্চারিত হয় সবার আগে। প্রতি সিনেমা বাবদ তিনি পেয়ে থাকেন আট থেকে নয় কোটি রুপি। সম্প্রতি দীপিকা ব্যস্ত আছেন সঞ্জয় বনশালীর ছবি ‘বাজিরাও মাস্তানি’-এর শুটিংয়ে। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন রণবীর সিং।
প্রিয়াঙ্কা চোপড়া: বিশ্বসুন্দরীর হওয়ার পর বলিউডে পথ চলা শুরু প্রিয়াঙ্কা চোপড়ার। তবে সফলতা পেতে তাকে প্রচুর কষ্ট করতে হয়। এখন তিনি বলিউডের সফলতম নায়িকাদের একজন। ছবি বাবদ তিনি পেয়ে থাকেন সাত থেকে আট কোটি রুপি। তবে অভিনয়ের পাশাপাশি গানের জগতেও পা রেখেছেন তিনি।
ক্যাটরিনা কাইফ: সালমানের হাত ধরে বলিউডে পা রাখা ক্যাটরিনা কাইফের সফলতার গল্প সবারই জানা। প্রতি সিনেমা বাবদ ক্যাট পেয়ে থাকেন পাঁচ থেকে ছয় কোটি রুপি।
কারিনা কাপুর: কাপুর পরিবারের ছোট মেয়ে কারিনা কাপুর প্রতি ছবিতে পেয়ে থাকেন আট থেকে নয় কোটি রুপি। বলিউডে তার পরবর্তী ছবি ‘বাজরাঙ্গী ভাইজান’-এ তার বিপরীতে রয়েছেন সালমান খান।
বিপাশা বসু: মডেলিং থেকে চলচ্চিত্রে পা রাখেন বিপাশা। সম্প্রতি তার অভিনীত ‘অ্যালোন’ ছবি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। তিনি প্রতি ছবি থেকে আয় করেন চার থেকে পাঁচ কোটি রুপি।
আনুশকা শর্মা: বলিউডে নিজের জায়গা শক্ত করতে খুব বেশি সময় লাগেনি আনুশকা শর্মার। প্রতি ছবিতে তিনি পারিশ্রমিক পান পাঁচ থেকে ছয় কোটি রুপি। সম্প্রতি মুক্তি প্রাপ্ত ছবি ‘এনএইচ-১০’এ অভিনয় করে প্রশংসিত হয়েছেন আনুশকা।
সোনাক্ষী সিনহা: তারকা বাবা শত্রুঘ্ন সিনহার মেয়ে হওয়ার সুবাদে বলিউডে এন্টি পেতে বেগ পেতে হয়নি সোনাক্ষীকে। প্রতি ছবি থেকে তিনি পেয়ে থাকেন তিন থেকে পাঁচ কোটি রুপি।
বিডি-প্রতিদিন/ ২৫ মার্চ, ২০১৫/ রশিদা