শাহেদ কাপুরের বিয়ের আলোচনায় যখন সরগরম মিডিয়াপাড়া তখুনি খবর এলো এটা আসলে ভুল খবর। বিয়ে নিয়ে কোনো পরিকল্পনাই নাকি হয়নি। মীরা রাজপুত জানিয়ে দেন শাহেদের সঙ্গে এনগেজমেন্ট হয়নি তার।
শোনা গিয়েছিল দিল্লির ছাত্রী মীরা রাজপুতকে তার পাত্রী হিসেবে পছন্দ করা হয়েছে। জানুয়ারিতে বাগদান পর্বও সম্পন্ন হয়েছে। এটা শুনে শাহেদের এক সময়ের প্রেমিকা কারিনা কাপুর শুভেচ্ছা পর্যন্ত জানিয়েছিলেন।
এর আগে কফি উইথ করণ শো'তে শাহেদ কাপুর জানিয়েছিলেন আর কোনও বলিউড অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়াতে চান না তিনি। সেই কারণেই মীরার সঙ্গে বাগদানের গুজব সত্যি ভেবে নিয়েছিলেন অনেকেই।