অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্সের আজকাল বেশ ব্যস্ত সময় যাচ্ছে। গত কয়েক বছর ধরে একটানা 'হাঙ্গার গেমস' ও 'এক্স-মেন' সিরিজের ছবিগুলোর কাজ করেছেন লরেন্স। মুভি দুটিতে অভিনয়ের সুবাদে এ অভিনেত্রী বর্তমানে দর্শক জনপ্রিয়তার শীর্ষে আছেন। কিন্তু হঠাৎ করেই সবাইকে চমকে দেওয়ার মতো তথ্য জানালেন তিনি। 'এক্স-মেন' সিরিজের পরবর্তী মুভিগুলোতে তিনি আর অভিনয় করছেন না বলে জানিয়েছেন। খবর হিন্দুস্থান টাইমসের
অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী ২৪ বছর বয়সী লরেন্স হাসি মাখা বলেন, 'আসন্ন 'এক্স-মেন : অ্যাপোক্যালিপসি' মুভিই হচ্ছে আমার এক্স-মেন সিরিজের সর্বশেষ মুভি।' প্রতিবেদনে আরো বলা হয়, 'এক্স-ম্যান' সিরিজে লরেন্সের সহ-তারকা ও তার সাবেক প্রেমিক নিকোলাস হল্ট জানিয়েছেন, ‘মুভিটিতে পশুর চরিত্রে অভিনয় করার মাধ্যমে তিনিও শেষ বারের মত ‘এক্স-মেন’ সিরিজে অভিনয় করছেন।'
সর্বশেষ ২০১১ সালে 'এক্স মেন' মুভিতে একসঙ্গে দেখা গিয়েছিল লরেন্স-হল্টকে। উল্লেখ্য, 'এক্স মেন: অ্যাপোক্যালিপস' পরিচালনা করেছেন ব্রায়ন সিঙ্গার। মুভিটি ২০১৬ সালের ২৭ মে মুক্তি পাওয়ার আশা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ২৫ মার্চ ২০১৫/শরীফ