'কুইন' খ্যাত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সাফল্যের দৌড় যেন থামছেই না। মুভিটিতে অভিনয়ের সুবাদে ইতোমধ্যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন তিনি। আর কেবল গতকালই একই মুভিতে দারুণ অভিনয়ের কারণে ৬২তম ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হিসেবে মনোনিত হয়েছেন কঙ্গনা। আর এবার দেশটির জনপ্রিয় নারী ম্যাগাজিন ফেমিনা'র মার্চ মাসের প্রচ্ছদে ঠাই পেয়েছেন তিনি।
স্থানীয় এক গণমাধ্যমের খবরে আজ বলা হয়, ফেমিনার প্রচ্ছদে কঙ্গনা ডিজাইনার অমিত আগারওয়ালের সাদার ওপর কালো বল প্রিন্টের একটি পোশাক পরেছেন। এই পোশাকে তাকে আরো বেশি আকর্ষণীয় লাগছে। কঙ্গনার কোঁকড়া চুল ম্যাগাজিনের জন্য তার চেহারাকে যেন আরো ফুটিয়ে তুলেছে।
ভারতের জনপ্রিয় নারীবিষয়ক ম্যাগাজিন ফেমিনা। এর প্রতিটি সংখ্যা ঘিরেই বেশ কৌতূহল থাকে পাঠকদের মাঝে। বলিউডের শীর্ষসারির অভিনেত্রীরাই সাধারণত এর প্রচ্ছদে জায়গা পেয়ে থাকেন।
বিডি-প্রতিদিন/ ২৫ মার্চ ২০১৫/শরীফ