ভারতের কলকাতা সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখন সাতক্ষীরায়। তিনি ‘শঙ্খচিল’ নামের একটি বাংলা চলচ্চিত্রে অভিনয় করতে গত ২৩ মার্চ থেকে সাতক্ষীরার ইছামতি নদীর পাড়ে শুটিং-এ ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ মাসের শেষ দিকে অথবা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শুটিং শেষে আবার ভারতে ফিরে যাবেন এ অভিনেতা।
ভারতের চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান আর্শিবাদ চলচ্চিত্র ও বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম যৌথভাবে সিনেমাটি নির্মাণ করছে। ছবিটির পরিচালকনা করছেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ। প্রসেনজিৎ ছাড়াও ঢাকার চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা মামুনুর রশিদ ও অভিনেত্রী কুসুম শিকদার এ চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
উল্লেখ্য, গত ২২ মার্চ প্রসেনজিৎ সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে সাতক্ষীরায় পা রাখেন। তিনি সাতক্ষীরা শহরের একটি বাগান বাড়ির রেস্ট হাউজে অবস্থান নিয়েছেন। এই চলচিত্রে বাংলাদেশ অংশে সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ কোমরপুর, টাউন শ্রীপুর হাইস্কুল ও দেবহাটা বিজিবি ক্যাম্প এলাকাকে শুটিং স্পট হিসেবে বেছে নেওয়া হয়েছে। আর ভারতীয় অংশে (দেবহাটা উপজেলা সদরের ঠিক বিপরীতে) উত্তর চব্বিশ পরগনা জেলার টাকী এলাকায় মূল শুটিংয়ের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
বিডি-প্রতিদিন/২৫ মার্চ, ২০১৫/মাহবুব