করণ জোহর প্রযোজিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয় আলিয়া ভাটের। চলচ্চিত্রটি ছিল ত্রিভুজ প্রেমের। এবার একই প্রযোজকের নতুন ছবি ‘কাপুর এ্যান্ড সন্স’ এ অভিনয় করবেন আলিয়া ভাট। এবারও ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে এ ছবিতে আলিয়ার সাথে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রা ও ফাওয়াদ খান।
এনডিটিভি করণ জোহরের এক টুইট বার্তার বরাত দিয়ে জানায়, আধুনিক পরিবারের কাহিনী নিয়ে ‘কাপুর এ্যান্ড সন্স’ নির্মিত হবে। এতে প্রাধান্য পাবে ত্রিভুজ প্রেম।
ইতোমধ্যে গুজব উঠেছে আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রা বাস্তব জীবনে প্রেম করছেন। এবার নতুন চলচ্চিত্রে তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়াবেন পাকিস্তানী অভিনেতা ফাওয়াদ খান ও ঋষি কাপুর।
‘কাপুর এ্যান্ড সন্স’ পরিচালনা করবেন শকুন বাত্রা। তিনি এর আগে করণ জোহরের ধর্ম প্রডাকশন্স থেকে ‘এক ম্যায় আউর এক তু’ পরিচালনা করেন।
বিডি-প্রতিদিন/২৬ মার্চ, ২০১৫/মাহবুব