এক রান করে আউট হয়ে সাজঘরে ফিরল বিরাট কোহলি। আগেই গেছে চার উইকেট। উইকেট কমার সঙ্গে সঙ্গে কমছে রানরেট। বিশ্বকাপের স্বপ্ন যেন ঝাপসা হয়ে যাচ্ছে। মাঠে যখন ভারতীয় ক্রিকেটারদের উইকেটগুলো মুড়ি-মুড়কির মতো পড়ছিল, গ্যালারিতে তখন হাজারো সমর্থকের মাঝে বাকরুদ্ধ পাথরে পরিণত হয়ে গিয়েছিলেন এক বলিউড তারকা। তিনি আনুশকা শর্মা। প্রেমিক বিরাটের খেলা দেখতে যিনি ছুটে এসেছিলেন ভারত থেকে অস্ট্রেলিয়ায়।
খেলার শুরুর দিকে আনুশকাকে বেশ উচ্ছ্বসিত দেখালেও শেষ পর্যায়ে এসে একেবারেই বাকরুদ্ধ হয়ে পড়েন এ বলিউড তারকা। আশপাশে কারও সঙ্গে কথা পর্যন্ত বলতে দেখা যায়নি। তবে তার চোখের কোনে কোন অশ্রুবিন্দু জমা হয়েছিল কিনা তা ক্যামেরার লেন্সে ধরা পড়েনি। তবে অধিকাংশ সময় মুখে হাত দিয়ে চুপচাপ বসে থাকতে দেখা গেছে এ সেলিব্রেটিকে। অবশেষে অজিদের কাছে ৯৫ রানের বড় ব্যবধানে পরাজয় হয় ভারতের। এ সময় অনেক মিডিয়া আনুশকার বক্তব্য নিতে ভীড় করলেও আনুশকা সবাইকে এড়িয়ে যান।
বিডি-প্রতিদিন/২৬ মার্চ ২০১৫/এস আহমেদ