অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন অভিনীত পিকু ছবিটি মুক্তি পাবে আগামী ৮ মে। ফলে ছবিটি দেখার জন্য এখনো দেড় মাস অপেক্ষা করতে হবে অমিতাভ ও দীপিকা ভক্তদের। তবে ফ্যামিলি-কমেডি ধরণের এ ছবিটি দর্শকদের এক নজর দেখার জন্য ২ মিনিট ৩৬ সেকেন্ডের একটি ট্রেলার মুক্তি দেওয়া হয়েছে ইউটিউবে।
সুজিত সরকার পরিচালিত এ ছবির ট্রেলারে রয়েছে ‘মোশন থেকে ইমোশন’-এর অপূর্ব মিশেল! ট্রেলার দেখলেই সিনেমাটি দেখার ইচ্ছা জাগবে।
সিনেমার কাহিনী: একটি বাঙালি পরিবারের বাবা ও মেয়ের মজাদার সম্পর্ক ঘিরে আবর্তিত। বাবার ভূমিকায় অমিতাভ ও মেয়ের ভূমিকায় দীপিকার অভিনয় ট্রেলারেই দর্শকদের মুগ্ধ করবে। বাবা কোষ্ঠকাঠিন্য ও ব্যথার সমস্যায় জেরবার। আর মেয়ে বাবার এ সমস্যা সামলানোর চেষ্টা করে।
https://www.youtube.com/watch?v=oeiKUlUUNQ8
বিডি-প্রতিদিন/২৭ মার্চ, ২০১৫/মাহবুব