দীর্ঘ ১৩ বছর আগে নিজের গাড়ির ধাক্কায় এক ব্যক্তির নিহতের মামলায় জবানবন্দি দিতে আদালতে হাজির হয়েছেন বলিউড অভিনেতা সালমান খান।
শুক্রবার বেলা ১১টার দিকে তিনি আদালতে হাজির হন। এর আগে গত ২৪ মার্চ মঙ্গলবার ওই ব্যক্তির নিহতের ঘটনায় ‘হিট অ্যান্ড রান’ মামলায় শুনানি ২৭ মার্চ ধার্য করেছিলেন মুম্বাইয়ের সেসন কোর্ট।
ভারতীয় গণমাধ্যমের খবর, শুক্রবার নিজের জবানবন্দি প্রদানের পাশাপাশি সালমান অভিযোগকারীদের বিভিন্ন বিষয়ে প্রশ্নও করতে পারবেন। এছাড়া নিজের স্বপক্ষে যুক্তি তুলে ধরার সুযোগও পাবেন তিনি। এরপর এ মামলার বাদি এবং বিবাদির যুক্তি শেষে আদালত রায় ঘোষণা করবেন বলে জানা গেছে। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহেলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে সালমানের।
উল্লেখ্য, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর সালমানের গাড়ি বান্দ্রায় একটি বেকারিতে ধাক্কা দেয়। এতে বেকারির বাইরে ঘুমিয়ে থাকা এক ব্যক্তির মৃত্যু হয় এবং অপর চারজন আহত হন।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ, ২০১৫/মাহবুব