দুই ছেলে নিয়ে তৃপ্ত থাকলেও কোথাও যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে মার্কিনি পপস্টার ব্রিটনি স্পিয়ার্সের। তাই দু-দুবার ডিভোর্সের পর আবারও বিয়ের ইচ্ছা প্রকাশ করলেন।
ব্রিটনি বলেছেন, পরস্পরকে ভালবাসা, দুজনের দুজনকে সম্মান করে চলা, সৎ থাকা, মনের কথা খোলাখুলি বলা আমার কাছে বিয়ের আসল তাৎপর্য। স্পিয়ার্স আরও বলেছেন, দুই ছেলেকে নিয়ে যদিও আমি তৃপ্ত, খুশি, তবুও আমার মন ভবিষ্যতে আরও একটি সন্তান চায়। আর সে যদি মেয়ে হয়, তাহলে সে হবে আমারই ক্ষুদ্র সংস্করণ, আর এটা হলেই আমি খুবই আনন্দিত হব।
আপাতত প্রোডিউসার চার্লি এবারসলের সঙ্গে ডেটিং চলছে 'টক্সিক' গায়িকার।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ ১৫/ সালাহ উদ্দীন