এবার মোমের মূর্তি হয়ে জাদুঘরে ঠাঁই নিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। লন্ডনের মাদাম তুসো জাদুঘরে বলিউডের সপ্তম তারকা হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি। এর আগে অমিতাভ বচ্চন (২০০০), ঐশ্বরিয়া রাই বচ্চন (২০০৪), শাহরুখ খান (২০০৭), সালমান খান (২০০৮), হৃতি্বক রোশন (২০১১) ও মাধুরী দীক্ষিতের মোমের মূর্তি ঠাঁই পায় মাদাম তুসোয়।
ক্যাটরিনার মোমের মূর্তি উন্মোচনের দিন গতকাল 'ফিফটিন ইয়ারস অব বলিউড' শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ক্যাটরিনা। নিজের মোমের মূর্তি উন্মোচনের পর তা দেখে মুগ্ধ হয়ে যান ক্যাট। অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, 'এটি বিস্ময়কর। এটি দেখতে ঠিক আমার মতো।'
এদিকে মাদাম তুসো জাদুঘরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, 'গত এক দশকেরও বেশি সময় ধরে আমাদের বিশ্বখ্যাত ভাস্কররা ভারতীয় চলচ্চিত্র শিল্পের সঙ্গে কাজ করছেন। আমরা বিশেষভাবে তৈরি করেছি বলিউড এরিয়া, যা এখানকার অন্যতম আকর্ষণের জায়গা।'
এ বছর মাদাম তুসোয় বলিউডের কোন তারকার মোমের মূর্তি স্থাপন করা হবে তা নির্বাচনের জন্য গত বছর অনলাইন ভোটিংয়ের ব্যবস্থা করা হয় মাদাম তুসোর ওয়েবসাইটে। সব মিলিয়ে দুই লাখ ২৫ হাজারেরও বেশি ভোট পড়ে। সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হন ক্যাটরিনা। এই দৌড়ে তিনি পেছনে ফেলেন প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের মতো জনপ্রিয় অভিনেত্রীদের।
চার মাস সময় নিয়ে ক্যাটরিনার মোমের মূর্তি তৈরি করে ২০ জন ভাস্কর ও শিল্পীর একটি দল। মূর্তি তৈরিতে ব্যয় হয় দেড় লাখ পাউন্ড। এতে নিজেকে ভাগ্যবান মনে করছেন ক্যাট। তার কথায় বলিউডের বাঘা সব তারকার পাশে এত দ্রুত নিজেকে দেখতে পেয়ে আমি অভিভূত।