'নির্ঝরের তানপুরা' ও 'বৃষ্টি বিনিময়' এরপর পহেলা বৈশাখে আসছে লিমন চৌধুরীর তৃতীয় একক অ্যালবাম 'মেঘ রোদ কাব্য'। অ্যালবামে গান থাকবে ১০টি। এর মধ্যে ৯টি গানের সুর ও সংগীত আয়োজন করেছেন বনি আহমদ। আর 'বাধা' শিরোনামের গানটির সুর করেছেন সৌরভ। গানগুলোর শিরোনাম- 'বৃষ্টি হয়ে এলে', 'বলবে কথা', 'মেঘ রোদ কাব্য', 'অবহেলার দিন', 'মনের মানুষ, 'মনের কাছে মন', 'শেষ অধ্যায়', 'তোমার ছবি-২', 'বাধা' ও 'কবিতারা চুপ'। লিখেছেন রবিউল ইসলাম জীবন, নির্ঝর, সুদীপ কুমার দীপ, সৌরভ, কাজরি তিথি, তীর্থক হাসান রুবেল, তন্ময় চৌধুরী, সাইফ হাসনাত ও আপন আহসান।