বেজায় ঝামেলায় আছেন অভিনেত্রী পামেলা আন্ডারসন। আর সেটা বিয়ে আর বিচ্ছেদ নিয়ে। কোনভাবেই স্বামীর ঘর করতে পারছেন না এ অভিনেত্রী। কারণ একটা স্বামীও নাকি তার আকাঙ্খা মেটাতে সক্ষম হচ্ছে না। রিক সলোমনকে দ্বিতীয়বার বিয়ে করেও হতাশ তিনি। এখন কী করবেন বেচারী? কার কাছে যাবেন? অবশ্য তালিকাও নাকি তিনি করে রেখেছেন।
এদিকে পামেলার বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কারন একবার ডিভোর্স দিয়ে আবারও তিনি বিয়ে করেছিলেন রিক সলোমনকে। সমালোচকরা বলছেন, রিককে ভালো না লাগলে কেন তাকে আবার বিয়ে করা? কেই না ফের বিচ্ছেদ? ২০০৭ সালের ৬ অক্টোবর প্রযোজক রিককে বিয়ে করেন পামেলা। পরের বছর ২২ ফেব্রুয়ারি বিচ্ছেদ ঘটে তাদের।
কিন্তু বিচ্ছেদের ব্যাথা জেগে ওঠে 'বেওয়াচ' অভিনেত্রীর। ২০১৪ সালের শুরুতেই রিক-পামেলার পুনরায় বিয়ের খবর বেশ আলোড়ন সৃষ্টি করে। কিন্তু ভাগ্যদেবী বরাবরই নারাজ সংসারী পামেলার প্রতি। আর তাইতো এত্তোগুলো প্রেম, বাগদান এবং মাত্র তিনজন স্বামী ব্যর্থ হলেন তাকে তুষ্ট করতে। এ বছর ফেব্রুয়ারিতে ডিভোর্সের জন্য আদালতে আর্জি জানান ৪৭ বছর বয়সী পামেলা।
১৯৯৫ সালে ড্রামার টমি লিকে বিয়ে করেন স্বর্ণকেশী সুন্দরী। তিন বছরের সংসারের ইতি টানেন ১৯৯৮ সালে। এরপর ২০০৬ সালে বছরখানেক বিবাহিত জীবনযাপন করেন কিড রকের সঙ্গে। তৃতীয় স্বামী হিসেবে তিনি বেছে নেন রিক সলোমনকে। অবশ্য বিয়ে ভেঙে গেলেও প্রাক্তন স্বামীর সঙ্গে চুটিয়ে প্রেম করার রেকর্ড আছে পামেলার।
তৃতীয় স্বামীর সঙ্গে জীবনে চতুর্থবার বিচ্ছেদের কারণ নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন তিনি। বলেছেন, অপূর্ণ যৌনাকাঙ্খার জন্যই এ বিচ্ছেদ। বিছানায় স্বামীর চেয়েও ভালো কোন সঙ্গীর খোঁজে আছেন তিনি। এমনকি সম্ভাব্য কয়েকজন তরুণ তার তালিকায় আছেন বলেও জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/২৯ মার্চ ২০১৫/ এস আহমেদ