পর্নোতারকা থেকে বলিউড তারকা বনে যাওয়া সানি লিওনি বর্তমানে 'এক পাহেলি লীলা' নামে একটি মুভিতে অভিনয় করছেন। পরিচালক ববি খান মুভিটিতে সানির চমৎকার অভিনয়ের প্রশংসা করেছেন। এমনকি ইতোমধ্যে তিনি জানিয়েছেন যে, সানিই নাকি মুভিটির জন্য তার প্রথম পছন্দ ছিল। তবে এবার ববি খান মুভিটির ব্যাপারে ভিন্ন এক তথ্য প্রকাশ করেছেন। মুভিটিতে পর্ণোতারকা সানি থাকায় নাকি অনেক ভালো তারকাই এতে অভিনয়ের প্রস্তাব নাকচ করে দিয়েছেন। সানির ব্যাপারে নাকি এখনো তাদের আপত্তি রয়েছে। স্থানীয় এক গণমাধ্যমকে একথা জানান ববি।
ববি খান জানান, এক পাহেলিতে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওনি থাকায় অনেক বড় বড় তারকাই এতে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
অনেক বড় বড় ও পরিচিত তারকা এক পাহেলিতে কাজ করার আগ্রহ দেখিয়েছিলেন। সিনেমার স্ক্রিপ্টও তাদের পছন্দ হয়েছিল; কিন্তু পর্ণ ইন্ডাস্ট্রি থেকে আসা সানি কারণেই তারা ফিরে গেছেন। এটা অনেক দুঃখজনক ব্যাপার বলে তিনি জানান। সানির প্রশংসা করে ববি জানান যে অভিনয়ে তিনি আসলেই পাক্কা, একজন পেশাদার শিল্পী।
তিনি আরো বলেন, সানির অতীত জীবন ছিল তার ব্যক্তিগত পছন্দের। তবে ভারতের মানুষ এখনো সেটা নিয়ে ভাবে। এজন্য অনেক অভিনেতা তার অভিনীত ছেড়ে দেন।
এদিকে, সানিকে নিয়ে ভারতীয়দের এমন দৃষ্টিভঙ্গিতে ব্যথিত তার স্বামী ড্যানিয়েল ওয়েবারও। তিনি বলেন, 'আগামীতে যদি আপনি কোনো অভিনেতার ব্যাপারে কথা বলেন তবে আমি সেখানে থাকার চেষ্টা করবো। আমি তাদেরকে আমার স্ত্রীর ব্যাপারে বলবো, দয়া করে তার সঙ্গে কাজ করুন। কারণ সে এখন অনেক বেশি প্রফেশনাল।'
উল্লেখ্য, আগামী এপ্রিলেই সানি অভিনীত 'এক পাহেলি লীলা' মুভিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৯ মার্চ ২০১৫/শরীফ