এবার ফেমিনার কভার পেজে দেখা যাবে বলিউডের সফল অভিনেত্রী কঙ্গনাকে। এতদিন পর প্রথমবার ঠাঁই পেলেন নামকরা ফেমিনা ম্যাগাজিনের কভার পেজ এ। তাহলে কী বলা যায় এতদিনে তিনি সঠিক কদর পেলেন।
প্রথম ছবি থেকেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন কঙ্গনা রানওয়াত। ঝুলিতে পুরে ফেলেছেন দুটি জাতীয় পুরস্কার। তবুও তার প্রতি ইন্ডাস্ট্রি উদাসীনই থেকেছে। সেই মনোভাব কি এবার বদলাতে চলেছে? সালটা ২০০৬, অনুরাগ বসুর হাত ধরে গ্যাংস্টার ছবিতে নায়িকার চরিত্রে প্রথম আবির্ভাব কঙ্গনা রানওয়াতের। গ্যাংস্টার ছবিতে অভিনয়ের জন্য জিতলেন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। এরপর ২০০৮ এ ফ্যাশন ছবির জন্য তিনি জিতেছেন জাতীয় পুরস্কার। 'ফ্যাশন' ছবিতে তার অভিনীত চরিত্রের সঙ্গে কঙ্গনার রিয়েল লাইফের খানিক মিল রয়েছে বৈকি। প্রথম ছবি থেকে দর্শকদের প্রশংসা পেলেও, ইন্ডাস্ট্রির সবাই তাকে সাদরে গ্রহণ করেনি। ফিল্মের নায়িকা হোক বা বিজ্ঞাপন, নামকরা ম্যাগাজিনের কভার পেজেও খুব কম স্থান পেয়েছেন এ সুন্দরী। বুঝিয়ে দিয়েছেন কুইন হওয়ার মতো যোগ্যতা রয়েছে তার মধ্যে। তাইতো ২০১৪ সালে কুইন এ কঙ্গনার স্বতঃস্ফূর্ত অভিনয়ে মুগ্ধ একসময়ের ভ্রু কুঁচকানো বলিউড ইন্ডাস্ট্রি। আর কুইন ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য কঙ্গনা জিতলেন জাতীয় পুরস্কার। পেলেন শ্রেষ্ঠ অভিনেত্রীর শিরোপা। নতুন সংযোজন ফেমিনার কভার পেজে কঙ্গনার আবির্ভাব।