ভালোবেসে প্রতারণা করলে তা হত্যার সমতুল্য অপরাধ হবে না কেন? এ প্রশ্নের উত্তর নিয়ে বড় পর্দায় আসছেন আনিসুর রহমান মিলন ও আফরিন। ছবির শিরোনাম 'ভালোবাসার গল্প'। এটি পরিচালনা করছেন তরুণ খ্যাতিমান নির্মাতা অনন্য মামুন। নির্মাতা বলেন, বর্তমানে ভালোবাসার নামে যেভাবে প্রতারণা বাড়ছে তা দেখে মনে হয় মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলেছে মানুষ। এই ছবির গল্পে ভালোবাসা নেই, আছে ভালোবাসাকে সমুন্নত রাখার কথা। সব শ্রেণীর দর্শকের পছন্দের বিষয়টি বিবেচনা করে সেভাবেই গল্প সাজানো হয়েছে। পাণ্ডুলিপি তৈরি করেছেন নির্মাতা নিজেই। ছবির নির্মাণ কাজ সত্তর ভাগ শেষ হয়েছে। এপ্রিলে এর মিউজিক ভিডিও প্রকাশ করা হবে। ছবির গানে কণ্ঠ দিয়েছেন ও সংগীত পরিচালনা করেছেন বালাম, প্রতীক হাসান, শফিক তুহিন ও লুৎফুর হাসান। এসএস মাল্টিমিডিয়া হাউস প্রযোজিত এ ছবিতে আরও অভিনয় করেছেন তানিয়া, মিশা সওদাগর, ডন প্রমুখ।