প্রায় দেড় বছর পর আবার একসঙ্গে কাজ করছেন অঙ্কুশ, নুসরাৎ। রবি কিনাগীর ছবি 'জামাই ৪২০' ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যাবে তাদের। সঙ্গে আছেন মিমি চক্রবর্তী।
জোরকদমে চলছে ছবির শুটিং। আর তার ফাঁকে ফাঁকেই মজায় মাতছেন নায়ক ও দুই নায়িকা।
শুটিংয়ে যে ব্যাপক মজা করছেন তা নায়ক অঙ্কুশের কথাতেই স্পষ্ট বুঝা গেলো। তার মতে, কখনো তার সঙ্গে টিফিনের লুচি আলুভাজা শেয়ার করছেন আর এক অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। কোনওদিন আবার মিমি চক্রবর্তী সঙ্গে সেলফি তুলে ফ্যানদের দেখিয়েছেন নায়ক। বোঝাই যাচ্ছে ছবিতে জামাই ৪২০ হলেও, শুটিংয়ে তিনি বেশ ভালো সহকর্মী।
বিডি-প্রতিদিন/ ৩০ মার্চ ১৫/ সালাহ উদ্দীন