পৃথিবীতে অনেক ধর্মের অস্তিত্ব আছে। আমরা প্রত্যেকেই কোনো না কোনো ধর্মমতে বিশ্বাসী। তবে এমন কেউ কি আছেন যিনি সব ধর্মেই বিশ্বাসী! বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ কিন্তু এমনই! ক্যাট জানিয়েছেন, সব ধর্মমতেই বিশ্বাস আছে তার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি কতটা ধার্মিক জানতে চাইলে ক্যাট বলেন, 'আমি সব সময়ই ধর্ম মেনে চলতে চেষ্টা করি। আমার বাবা একজন মুসলিম। অন্যদিকে আমার মা খ্রিস্টান। কিন্তু এ দুই ধর্ম ছাড়া অন্য ধর্মবিশ্বাসগুলোও আমি পালন করে বেড়ে উঠেছি। এমনকি আমাদের বাসায় একটি মন্দিরও ছিল। আমি যেদিন পূজা করতাম না বাবা-মায়ের কাছে আমার বকুনি খেতে হতো!' ক্যাটের কাছের তারকা বন্ধুরা বরাবরই তার একটি বিশেষ গুণের প্রশংসা করেন। আর তা হচ্ছে ঘর গোছাতে অতুলনীয় এই বলিউড অভিনেত্রী। ক্যাট বলেন, 'এটা ইচ্ছার ওপর নির্ভর করে। আমার সবকিছুর জন্যই একটা নির্দিষ্ট সময় থাকে।'