পাকিস্তানি এক অভিনেত্রীর সৌন্দর্য্যে মোহিত হয়েছেন রণবীর কাপুর। আর এই মুগ্ধতা এতটাই যে ইতিমধ্যে ইনস্টাগ্রামে এই নায়িকার উদ্দেশ্যে একটি ভিডিও পোস্ট করে দিয়েছেন তিনি।
যেখানে রণবীরকে বলতে শোনা যাচ্ছে, 'হ্যালো! মাউরা। আমি রণবীর কাপুর। তুমি সত্যি খুব সুন্দরী এবং সেই সঙ্গে প্রতিভাবানও। তোমার অভিনয় খুবই ভালো'।
ইনস্টাগ্রামে রণবীরের এই ভিডিও ম্যাসেজ পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে টিনসেল টাউনে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। কানাঘুষো চলছে, তাহলে কি ক্যাট থেকে মন উঠে গিয়েছে রনবীরের। নাকি নিছকই ভালো লাগা থেকে রণবীরের এই প্রতিক্রিয়া।
বিডি-প্রতিদিন/ ০২ এপ্রিল ১৫/ সালাহ উদ্দীন